Popular Posts

Follow Me On Instagram

Copyright © Kinsley Theme. Designed by OddThemes

সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট, বাডারা ঘাট শেরপুর।



শেরপুর শহরের আশেপাশে যেখানে ঘুরে যাবেন মাত্র ১০/২০ মিনিটে পৌঁছে যাবেন।
শেরপুর একটি সুন্দর ছোট্ট মফস্বল শহর। যেখানে এখনো শহরের ব্যস্ততা আর নিষ্ঠুরতার ছোঁয়া লাগেনি। নেই কোনো ডাকাতি,ছিনতাই বা বড় বড় গাড়ির কড়াল গ্রাস। অল্প সময়ে শহর পেরোলেই চমৎকার গ্রামীণ পরিবেশ। যেখানে একটু একা থাকতে পারবেন।  যেখানে মিশে যেতে পারবেন প্রকৃতির সাথে। তবুও আবার শহর থেকে ১০ থেকে ২০ মিনিটের পথ আর ভাড়া ১০ থেকে ২০ টাকার মধ্যে। 
আজকে বর্ননা করবো শেরপুর শহরের কাছেই বাডারা ঘাট এর কিছু প্রাকৃতিক জায়গা। যেখানে নিরিবিলি বসে কিছু সময় কাটাতে পারবেন। 

শেরপুর পুলিশ লাইন থেকে কোনোকুনি রাস্তায় দক্ষিন পূর্ব দিকে অর্থাৎ অষ্টমীতলা বটগাছ থেকে দক্ষিণ দিকে এগিয়ে গেলেই এই মনোমুগ্ধকর চমৎকার লোকেশন দেখতে পাবেন। এখানে রয়েছে বিভিন্ন রকমের কফি হাউজ এবং রেস্টুরেন্ট।

 ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট নান্দনিক  পরিবেশে ছোট্ট ছোট্ট বসার ছাউনি। লাভ পয়েন্ট,দুলনা, মনোরম পরিবেশে বসে সময় কাটানোর চমৎকার জায়গা। এখানে কফির পাশাপাশি ফুচকা, দই ফুচকা, গুলগাপ্পি, পানিপুরী,ঝালমুড়ি, চিকেন ফ্রাই, লুডস আইটেম, জুস আইটেম, আইসক্রিম ইত্যাদি পাবেন। 

আমরা এখানে চিকেন ফ্রাই এবং দই পুরি ট্রাই করেছি খাবার মোটামুটি ভালো।

আপনি যদি ভ্রমণ পিপাসু হয়ে থাকেন একবার হলেও ঘুরে আসতে পারেন এই মনোরম পরিবেশে। 


 

মন্তব্যসমূহ